আজকে ঝাড়গ্রামের গোপীবল্লবপুর ও লালগড়ে নির্বাচনী জনসভা করলেন তৃণমূল সুপ্রিমো । কলকাতা তে
সেইখান থেকে ফিরে এস এস কে এমএ হবে তার স্বাস্থ্য পরীক্ষা ,এবং বিকেলে তিনি প্রকাশ করবেন তৃণমূলের নির্বাচনী ইস্তাহার ।সূত্রেরখবর এই ইস্তাহারে থাকছে দুটি বড় চমক । প্রথম টি হলো “দুয়ারে রেশন প্রকল্প “,দ্বিতীয় টি হলো “তফসিলি জাতিদের জন্য ” বিশেষ ঘোষণা ।