মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার দিন তার প্রার্থী তালিকা ঘোষণা করবেন

তৃণমূল কংগ্রেসর সুপ্রিমো  মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড়ের তিনটি বিধানসভা বাদে  ২৯৪ টি বিধানসভা আসনের  মধ্যে ২৯১ টির  প্রার্থী তালিকা প্রকাশ করবেন ।আগামী  ৯ মার্চ দলীয় ইস্তাহার প্রকাশের সম্ভাবনা আছে ।পাহাড়ে প্রার্থী তালিকা প্রকাশ করার ব্যাপারটি এখনো আলোচনা স্তরে ,জানা যাচ্ছে প্রার্থী তালিকাতে থাকবে বেশ কিছু নতুন মুখ এবং পুরোনো বিধায়কদের  ও আসন বদল হতে পারে ।