গোয়াকে হারিয়ে মুম্বই আই এস এলে প্রথম জিতল। ফতোদরা স্টেডিয়ামে এই খেলা হয়। গোয়া খেলা খুব ভাল শুরু করেছিল কিন্তু গোয়ার রাদিম মুম্বাইর সান্তনাকে মারাত্মক ট্যাকেল করলে রেফারী তাকে লাল কার্ড দেখান।মুম্বাইর গোলরক্ষক আমরিন্দর সিং দুটি ভালো শট বাঁচিয়ে দলের পতন রোধ করেন। ৭৫ মিনিটে মান্দার রাও সুযোগ নষ্ট করেন। ম্যাচের ইনজুরি সময়ে মুম্বই পেনাল্টি পায়। আদাম লে ফন্ডে পেনাল্টি থেকে গোল করলে মুম্বই জিতে যায়।
রাজ্য
উত্তর দক্ষিণ মেট্রো পাচ্ছে এর দুটি চীন রেখ
কলকাতার উত্তর দক্ষিণ মেট্রো পরিষেবা তে চীনের ডালিয়ান সংস্থার তৈরি তিনটি রেক আগেই ব্যবহার করা হয়েছিল । এইবার আরো দুটি রেক পরিষেবা তে যুক্ত...