খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক: ব্যবসায়িক সূত্রে জানা যাচ্ছে যে ইমামী গ্রূপ আগামী এক বৎসরে ভোজ্য তেল ও মশলার ব্যবসায় ৭১০ কোটি টাকা ঢালবে। ইমামী এগ্রোটেক ৫০০ কোটি টাকা ঢালবে গুজরাটে ভোজ্য তেলের ব্যবসা বাড়াতে। আর ২০০ কোটি টাকা ঢালবে গুজরাটে মশলার ব্যবসা বাড়াতে। ডিরেক্টর আদিত্য আগরওয়াল বলেন মশলা ব্যবসায় পা রাখতে প্রাথমিক ভাবে ১০ কোটি টাকা খরচের কথা।