খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :মহারাষ্ট্রে গনেশ পূজা গনেশ উৎসব নামে পরিচিত। বাড়ির পুজায় ছোট মূর্তি এনে সাজিয়ে পূজা দেওয়া হয়। সকালে ও সন্ধ্যায় ফুল, দূর্বা, করনজি এবং মোদক দিয়ে পূজা করা হয়। গণপতি ও অন্যান্য দেবদেবীর উদ্দেশ্য আরতি করে পূজা শেষ করা হয়। মহারাষ্ট্রে রামদাস রচিত (সুখোকর্তা দুখহর্তা ) সঙ্গীত আরতির সময় করা হয়। পরিবারের নিয়ম অনুযায়ী দেড় ,৩,৫,৭ বা ১১দিন মহারাষ্ট্রে পূজা করা হয়। পূজা শেষে পুকুর ,নদী বা সাগরে ঠাকুর মূর্তি বিসর্জন দেওয়া হয়।
রাজ্য
আর অপব্যবহার করা যাবেনা কেপি স্টিকার
কলকাতা পুলিশের নিজস্ব অথবা ভাড়ার গাড়ি যাই হোক না কেন তাতে কেপি স্টিকার লাগানো থাকে ।আবার পুলিশ কর্মীরা তাদের নিজস্ব গাড়িতে কেপি স্টিকার ব্যবহার...