মহালয়া পিতৃপক্ষ

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :   এর আক্ষরিক অর্থ হলো পূর্বপুরুষদের এক পক্ষ ।এই দিন হিন্দু রা  গঙ্গা  অথবা যেকোনো জলাশয়ে  গিয়ে তাদের  পূর্বপুরুষদের  প্রতি  শ্রদ্ধা উৎসর্গ  করেন ।এটি  শুরু হয়  ভদ্র পদের  পূর্ণিমা  দিবসে এবং শেষ হয় অমাবশ্যার দিন ।সাধারণত  সেপ্টেম্বরের ১৩-২৮ তারিকের  মধ্যে মহালয়ার পক্ষ  পরে থাকে ।এই বছর এই তারিখটি  হলো ১৭ সেপ্টেম্বর ।এক কথায়  বলা যায় এটি  পূর্বপুরুষ  দের  পুজো এবং এর পরেই শুরু হয় দেবী পক্ষের  বোধন ।