মহিলার সাহসিকতায় ধরা পড়ল এটিএম প্রতারকদের চক্র

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:এক মহিলার সাহসিকতায় সোমবার সুতাহাটার চৈতন্যপুরে ধরা পড়ল এটিএম প্রতারকদের চক্র। ওই সাহসী মহিলা বুদ্ধিমত্তার সঙ্গে একাই ধরে ফেললেন এটিএম প্রতারকদের মূল পাণ্ডাকে। তারপর স্থানীয় মানুষজনের সহযোগিতায় তাকে তুলে দিলেন সুতাহাটা থানার পুলিসের হাতে। পরে সুতাহাটা থানা ও মহিষাদল থানা যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে এদিন এটিএম প্রতারক চক্রের লোকজনকে পাকড়াও করে। পুলিস জানিয়েছে, এদিন দুপুরে অভিযান চালিয়ে পুলিস পাঁচজন এটিএম প্রতারককে আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।