নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : পূর্ব মেদিনীপুরের মহিষাদলে শুরু হচ্ছে আগামী পঞ্চম জানুয়ারি থেকে পঞ্চম বইমেলা । এই বইমেলা নিয়ে মেলা কমিটির প্রস্তুতি তুঙ্গে । আজ বইমেলা কমিটির সভাপতি সাংবাদিক সম্মেলন করে বলেন এই বইমেলা তে ৪০ টি স্টল থাকছে । বর্তমানে ই বুকের দুনিয়া তে স্মার্টফোন নির্ভর প্রজন্মের কাছ থেকে দূরে চলে যাচ্ছে বই ও বইমেলার প্রয়োজনীয়তা ,বইমেলায় সংযোজিত হয়েছে এই বার শিশু সাহিত্য নিয়ে শিশু মহল সেকশন যেইখানে ঠাকুমার ঝুলি থেকে রামায়ণ মহাভারতের উপর কুইজের আসর বসবে ।