নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : পশ্চিমবঙ্গে চলছে উচমাধ্যমিক পরীক্ষা এই পরীক্ষার শেষ দিন পর্যন্ত মাইক বাজিয়ে কোনো সভা অথবা অনুষ্ঠান করায় নিষেধাজ্ঞা রয়েছে । তার মধ্যেই অভিযোগ উঠলো সোমবার তৃণমূলের গোলসী ২ ব্লকে কর্মিসভা করা হয় গোটা দুয়েক মাইক বাজিয়ে । বর্ধমানের দলের মন্ত্রী স্বপন দেবনাথ বলেন আমরা কর্মিসভা করছি ঘরের ভিতরে বক্স ব্যবহার করে শব্দ আটকাতে ,তবে গোলসী তে যদি এমন কিছু হয়ে থাকে তা ঠিক হয়নি ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...