মাছের পোনা বিতরণ

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক : বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি, বিরোধী দলনেতার উপস্থিতিতে প্রায় ৪৬জন মাছ চাষিকে মাদারি হাট বিডিও অফিস থেকে মাছের পোনা দেওয়া হল। এটি ‘জল ধরো জল ভরো ‘ প্রকল্পের অন্তর্গত। এদিন রুই, কাতলা, মৃগেল মাছের প্রায় ৪৯ হাজার পোনা দেওয়া হয়েছে। ১০০দিনের কাজের মাধ্যমে যারা পুকুর খনন করেছেন তারা বিনামূল্যে মাছ পেয়ে খুব খুশী হয়েছেন।