মাত্র সারে ৫ মাসে দেশ দেখলো ১ কোটির উপরে করোনা আক্রান্ত রোগী

দেশে করোনার প্রথম ঢেউ তে আক্রান্তের সংখ্যা ছড়িয়েছিলো ১ কোটি গত ১৯ সে ডিসেম্বর ২০২০।গতকাল
৪ টা মে ২০২১ সালে দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২০২,৮২,৮৩৩।মাত্র সারে ৫ মাশ লাগলো করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি স্পর্শ করতে । চিকিৎসক ও বিশেষজ্ঞ মহল মনে করছে এই সক্রমণ ঠেকাতে গেলে প্রথম ভাবেই প্রতিষেধক দিতে হবে গনগণ কে এবং কঠোর ভাবে করোনা বিধি । লকডাউন ও অসম্ভব নয় ।