মাথাভাঙ্গা হাসপাতালে শীতলকুচির ঘটনা তে আহতদের সাথে মাথাভাঙা হাসপাতালে দেখা করতে যাবেন তৃণমূল সুপ্রিমো

চতুর্থ  দফা ভোটে  শীতলকুঁচিতে  ৪ জন নিহত হয়েছিল সেনা বাহিনীর গুলিতে  তাদের আক্রমণ করার পরিপ্রেক্ষিতে ।তার পরে বঙ্গ রাজনীতিতে ব্যাপারটি উত্তাল হয়ে ওঠে ।ভোট চলাকালিন নির্বাচন কমিশন  কোনো রাজনৈতিক নেতা  নেত্রীকে সেইখানে  যেতে বারণ  করার নির্দেশ দেন ।সেই ৭২ ঘন্টা পার হয়ে যাওয়ার পরে আগামীকাল মুখ্যমন্ত্রী মাথা ভাঙা হাসপাতালে  যাচ্ছেন আহতদের সাথে দেখা করার জন্য । মাথাভাঙ্গা হাসপাতালে  আহতদের সাথে দেখা করে তিনি আবারো প্রচার কর্মসূচিতে অংশ নেবেন ।