গতকাল মাথা ভাঙা তে তৃণমূলের জনসভা তে ভোটের দিন বুলেটে নিহত পাঁচজন কে পঞ্চ শহীদ পরিবার হিসাবে আক্ষা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ।এক দিকে হামিদুল ,ছামিউল ,মনিরুজম্মান ,নূর আলম এবং অন্যদিকে আনন্দ বর্মনের পরিবার সবাই উপস্থিত ছিলেন সেই মঞ্চে ।এদের জন্য শহীদ বেদি করা হবে বলে তিনি জানান আর এরা সবাই রাজবংশী পরিবারের লোক ,নিহত ৪ জন মুসলিম নর্স শেখ মুসলিম ,আদতে এরাও রাজবংশী ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...