খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :গতকাল গোয়া পুলিশের তরফে জানানো হয়েছে পরভরিমের একাধিক বাংলোতে তল্লাশি অভিযান চালায় তারা মাদকের সন্ধানে ,যে মাদক উদ্ধার করা হয়েছে সন্দেহ করা হচ্ছে তা গাঞ্জা ।যে বাংলো গুলিতে তল্লাশি চালানো হয়েছিল তা আইপ্যাকেরলিজ নেওয়া ।২৮ বছর বয়েসী ধৃত ব্যক্তি আইপ্যাকের সদস্য এবং একটি বাংলোতে থাকতেন । এই ঘটনাতে এনডিপিএস আইনে মামলা হয়েছে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...