মাধ্যমিকের আশানুরূপ ফল না হওয়াতে জেদে বাড়িয়ে দিয়ে উচ্চমাধ্যিকের মেধা তালিকা তে স্থান পেলো

খবর  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :  কৃষ্ণনগর কলেজিয়েট  হাই স্কুলের ছাত্র অত্রি  বিশ্বাস  উচ্চমাধ্যিমিক  যুগ্ন ভাবে ষষ্ঠ স্থান দখল করেছে ,একই স্কুল থেকে  তার সহপাঠী  ঋতম  নাগ  ৪৯৬ নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছেন । ঋতম  বলেন  মাধ্যমিকে আমি  ভালো পরেও  ও অষ্টম হয়েছিলাম  তাই এইবার  প্রস্তুতি আরো  জোরদার  নিয়ে ফেলি জেদ  চেপে যায় আরো ভালো নম্বর পাওয়ার ।