মাধ্যমিকে মেয়েদের মধ্যে প্রথম হাবড়া এবং খড়দহের দুই মেয়ে

খবর   ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :   আজ  মাধ্যমিকের ফল প্রকাশ  করার পরে দেখা যায় ,মেয়েদের মধ্যে প্রথম হয়েছে  উত্তর ২৪ পরগনার  হাবড়ার  অঙ্কিতা  কুন্ডু বং খড়দহের  সোহেলী রায়  দুইজনের প্রাপ্ত ৬৮১। তারা  যুগ্নভাবে  মাধ্যমিকে দশম হয়েছেন ,হাবড়া অঙ্কিতা কুন্ডুর কামিনী কুমার গার্লস হাই  স্কুলের ছাত্রী আগামী দিনে  তার  অঙ্কের  শিক্ষিকা  হওয়ার ইচ্ছে  এবং খড়দার   ওপর ছাত্রী  সোহেলী রায়  ভবনাথ ইনস্টিটিউট ফর গার্লস  য়ের  ছাত্রী ,তার বিজ্ঞান নিয়ে পড়ার  ইচ্ছে ।