খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গোষ্ঠী দন্ধে দীর্ন মালদহ জেলায় নতুন কোন পর্যবেক্ষন নিযুক্ত না করে দলনেত্রী মমতা বন্দোপাধ্যায় স্বয়ং নিজেই একখন থেকে দলের কাজকর্ম ঐ জেলায় দেখভাল করবেন। সূত্রের খবর গতকাল জেলার দলীয় নেতৃত্বে সঙ্গে বৈঠকে ঐ কথা তিনি জানান। তিনি এত্ত বলেন যে মৌসম বেনজির নূরকে মেনেই মালদহে জেলায় সকলকেই দলীয় কাজ কর্ম করতে হবে। তিনি মৌসুমের সঙ্গে যোগাযোগ করেই দলীয় কাজকর্ম পরিচালনা করবেন।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...