মাহিন্দ্রা তাদের সুনাম অক্ষুন্ন রাখতে বিক্রি হওয়া গাড়ির ত্রুটি শুধরে দিচ্ছে

সূত্রের খবর ১,০৮৩০৬ টি এক্স ইউ ভি ৭০০ মডেলের এস ইউ ভি গাড়ি ক্রেতাদের ঘর থেকে নিজেদের কাছে নিয়ে আসছে মাহিন্দ্রা এন্ড মাহিন্দ্রা ।শেয়ার বাজার কে তারা জানিয়েছেন ২০২১ সালের ৮ জুন থেকে ২০২৩ শালের ২৮ সে জুনের মধ্যে উৎপাদিত গাড়ি গুলির ইঞ্জিনে কিছু ত্রুটি থাকতে পারে ।নিখরচায় তারা সেটি সারিয়ে দেবে ।