মিঠুন চক্রবর্তী বাংলার ভোটার হলেন

এই মাসের ৭ তারিকে ব্রিগেডে বিজেপির জনসভাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভাতে বিজেপি তে
যোগদান করেছিলেন ,বলিউডের তারকা মহাগুরু মিঠুন চক্রবর্তী । জানা যাচ্ছে মিঠুন চক্রবর্তী ছিলেন মুম্বায়ের ভোটার ।ইতিমধ্যেই তিনিমুম্বাই শহর ছেড়ে কলকাতার পাইকপাড়া মনিন্দ্র রোডের ঠিকানা তে বাংলার ভোটার হয়েছেন ।এর পরেই জোর জল্পনা উঠেছে তবে এইবার কি তিনি ভোটে লড়বেন বঙ্গ থেকে ।