মিড ডে মিলের সামগ্রী কমছে

মিড  ডে মিলের খাবারের পরিমান ও মান  নিয়ে প্রশ্ন উঠেছে।করোনার জন্য যেখানে পুষ্টিকর খাবার দরকার সেখানে সরকার খাবারের গুণগত মান  কমাচ্ছে। কোচবিহারের হামিল্টনগঞ্জে মঙ্গলবার এই খাদ্যদ্রব্য বন্টনের সময় অভিভাবকেরা বিক্ষোভ দেখান। প্রশাসন পুরো বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।