মিত্র মুস্তাফা বাড়ির দূর্গা পুজো -সোমরাবাজার

খবর ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : ১৭০৪ সালে  মুঘল সম্রাট  আওরঙ্গজেব  রামেশ্বর  মিত্র  কে এই মুস্তাফি  উপাধি  দেন । প্রাচীন এই দূর্গা  পুজো রামেশ্বর  মিত্রর  ছেলে অনন্ত  রাম  মিত্র এই পূজা  নিয়ে আসেন  উলা  থেকে শুকরিয়া  তে ১৭১২ সালে ।রামেশ্বর  মিত্র  মুর্শিদ কুলি খাঁর  প্রধান খাজাঞ্চি ছিল ।