খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সারা রাজ্যে ১৮ জন যাবজ্জীবন সাজা প্রাপ্ত বন্দি মুক্তি পেতে চলেছেন। রাজ্যের ” সাজা পুন্ নির্বেচনা পর্ষদ ” এর সুপারিশ করেছে কারা দফতর। জলপাইগুড়ি , বর্ধমান মেদিনীপুর , বারুইপুর ও দমদম সেন্ট্রাল জেল এর ১২ জন এবং লালগোলা মুক্ত শোধনাগারের ৫ জন ও দুর্গাপুরের একজন বন্দি আসছেন। সাতটি জেলে ১৮ জন বন্দির নির্দ্দেশিকা পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে কারা দফতরের তরফে।