মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেন মহিলা স্বনির্ভর ঘোষ্ঠীর মাধ্যমে তিনি সন্দেশখালি তে একটি সন্দেশের তৈরি হাব তৈরি করতে চান । তিনি বলেন বনগাঁর কাঁচাগোল্লা ,বর্ধমানের সীতা-ভোগ মিহিদানার মত সন্দেশখালির ও নিশ্চয় কোনো মিষ্টি থাকবে ।আমরা মিষ্টি হাব তৈরি করবো এতে নতুন কর্মসংস্থান হবে ,স্বনির্ভর ঘোষ্ঠী গুলিকে কাজে লাগানো যাবে ।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...