মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকে বসতে রাজী আন্দোলনরত ডাক্তারা

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:কাটতে চলেছে ডাক্তারি বিক্ষোভের জোট। বেশ কয়েকদিন ধরে চলা সরকারি হাসপাতাল, স্বাস্থকেন্দ্রগুলি অচলাবস্থা কাটিয়ে ফিরতে চলেছে স্বাভাবিক ছন্দে।  শনিবার সাংবাদিক বৈঠকের পর আজ আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সব দাবী মেনে নিয়ে তাদের কাজে যোগ দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।  তারপরেই এনআরএস হস্পিটালের জুনিয়র ডাক্তাররা এদিন জিবি মিটিং – এ বসেন।  মিটিং শেষে একটি প্রেস বিবৃতিতে জানান, রাজ্যের স্বাস্থমন্ত্রীর তথা মুখ্যমন্ত্রী সাথে মিটিং হবে সাংবাদিকদের ক্যামেরার সামনেই।