মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার বিকালে উদ্বোধন করবে টালা সেতুর

নবান্ন সূত্রে জানা গিয়েছে আগামীকাল বিকেল ৪ টা নাগাদ ২.৬ বছর থাকার পরে টালা ব্রিজের উদ্বোধন
করবে রাজ্যের মুখ্যমন্ত্রী ।জানা যাচ্ছে ছোট যান চলাচল করার জন্য সেতু টি খুলে দেওয়া হবে ।নবনির্মিত সেতুটির ওয়াকিং বে পথচারীদের,ব্যবধার করতে দেওয়া হতে পারে । জানা যাচ্ছে উদ্বোধনের পরে শুধু মাত্র ডান দিকের ফ্ল্যাঙ্ক টি সাধারণের ব্যবহারের পরে খুলে দেওয়া হবে ।অর্থাৎ ডানলপ থেকে শ্যামবাজার মুখী যান চলাচলের জন্য ফ্ল্যাঙ্ক টি খোলা থাকবে আর ২৯ শে সেপ্টেম্বর থেকে দুই দিক ই খোলা যাবে ।