মুম্বাই -গোয়া রুটে চালু হতে বন্দে ভারত এক্সপ্রেস

গতকাল কনকনের বিধায়ক নিরজন দাওখারে একটি সাংবাদিক বৈঠকে বলেন খুব শিগ্রই মুম্বাই-গোয়া রুটে,চালু হয়ে চলেছে বন্দে ভারত এক্সপ্রেস ।স্বাধীনতার ৭৫ বছরে দেশ জুড়ে ৭৫ টি রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালানোর পরিকল্পনা নিয়েছে রেল,এটি তারই অঙ্গ ,ঘন্টায় ১০০ কিমি গতিবেগে ট্রেন টির বৈশিষ্ট হলো এইটি আলাদা কোনো ইঞ্জিন নেই ।