মুম্বাই সিটি এফসির এইবার দারুন দল তৈরি করেছে

গত ছয় মরশুমে মুম্বই  সিটি এফ সি খুব ভালো কিছু করতে পারে নি। একবার মাত্র প্লে অফে  গিয়েছিল। এবার তারা সিটি ফুটবল গ্রুপের সঙ্গে যুক্ত হয়েছে এবং নামি দামি খেলোয়াড় নিয়ে দল  গড়েছে। কোচ সার্জিও লোবেরা। তিনি একজন বুদ্ধিমান  কোচ এবং আক্রমণ নির্ভর ফুটবল খেলতে ভালোবাসেন। গতবারে গোয়ার কোচ থাকার সময় গোয়া  ১৮ টি ম্যাচে ২৫ টি গোল করেছিল। তবে এবারে মুম্বই  দলে ডিফেন্সে  একজন বিদেশী  ছাড়া সবাই ভারতীয়।