নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : প্রত্যক্ষদর্শীদের বিবরণে জানা যাচ্ছে মুর্শিদাবাদের গরীবপুরে ডোমকলের ভৈরব নদীতে অতিরিক্ত যাত্রী এবং সাইকেল উঠেছিল নৌকাতে মাঝি বারং বার বাঁধা দেয়া সত্ত্বেও যাত্রীরা জোর করে নৌকা চালনাতে এর পর গতকাল সন্ধ্যায় নদী পার থেকে কিছু টা এগোতেই টলমল করে উল্টে যায় নৌকা টি । পুলিশ সূত্রে জানা যায় মহিলা এবং শিশু সহ ৪০ জন যাত্রী ছিলেন গভীর রাত পর্যন্ত ২৭ জনের কোনো খবর পাওয়া যায়নি এবং নৌকাটির হদিস মেলেনি ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...