মূক-বধির নাবালিকাকে ধষর্ণ

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:মাদারিহাটের মধ্য খয়েরবাড়ির বাসিন্দা মূক ও বধির এক আদিবাসী নাবালিকাকে গণধর্ষণের ঘটনাকে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।  শুধু গণধর্ষণই নয়। অভিযোগ, ধর্ষণ করার সময় বিবস্ত্র অবস্থায় নাবালিকার ছবি তোলা হয়। ধর্ষণের ঘটনার ভিডিও করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় গোটা মাদারিহাট ব্লক জুড়ে প্রচণ্ড উত্তেজনা ছড়ায়। রাতেই নাবালিকার মা মাদারিহাট থানায় স্থানীয় ডাব বিক্রেতা চার যুবকের বিরুদ্ধে মেয়েকে গণধর্ষণের অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিস রাতের দুই যুবককে গ্রেপ্তার করেছে। পলাতক বাকি দুই যুবককে ধরতে পুলিস মাদারিহাটের বিভিন্ন এলাকায় চিরুনি তল্লাশি শুরু হয়েছে। ধৃত দুই যুবকের নাম রাজীব রায় ও জাকির হোসেন। ধৃতদের মধ্যে প্রথম জনের বাড়ি মধ্য ছেঁকামারিতে। দ্বিতীয় জনের বাড়ি খয়েরবাড়ির ইসলামাবাদে।