গতকাল গোপন ব্যালটে অনুষ্ঠিত হলো মেট্রো রেলের কর্মি সংগঠনের নির্বাচন ।এই নির্বাচন হয় মেট্রো ভবন,নোয়া পাড়া টালিগঞ্জ ,ও সল্টলেক সেন্ট্রাল পার্ক ডিপো মিলিয়ে ছয়টি বুথে ।প্রতিদ্বন্দ্বিতা হয় চারটি ইউনিয়নের মধ্যে , ১) তৃণমূল অনুমোদিত প্রগতিশীল শ্রমিক কর্মচারি ইউনিয়ন ২) কংগ্রেস ঘনিষ্ঠ মেট্রো রেলওয়ে ওয়ার্কার্স কংগ্রেস ৩) সংঘ ঘনিষ্ঠ মেট্রো রেলওয়ে কর্মচারি সংঘ ৪) ক্ষমতাসীন বামপন্থী মেট্রো রেলএ মেন্স উনিয়নের মধ্যে ।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...