ঘূর্ণিঝড় মোকা পশ্চিমবঙ্গে সরাসরি হামলা না করে আপাতত ঘাঁটি গেড়েছে বঙ্গোপসাগরে ,সরাসরি বঙ্গভূমিতে আঘাত না হেনেও হাওয়া টেনে নিয়ে পশ্চিমের তপ্ত হাওয়া অনুপ্রবেশের গরম দিচ্ছে ।অর্থাৎ দূরবর্তী ঝড়ের প্রভাবে রুদ্রতাপে পুড়ছে গাঙ্গেয় বঙ্গ ও উত্তর বঙ্গের মালদহ ও দুই দিনাজপুর ।আবহাওয়া বিদ রা জানিয়েছে শুক্রবার থেকে বাংলাদেশ ও মায়নামারের দিকে মোর নিয়েছে মোকা ।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...