
খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : দেরা দুনের অটো চালক যমুনা প্রবল ভক্ত মোদির । এই বারের লোকসভা ভোটে নরেন্দ্র মোদী বিপুল ভোটে জয়ী হওয়াতে সে এতই খুশি যে সে যাত্রীদের পারাপার করার জন্য অটোর ভাড়া একদম ফ্রি করে দিয়েছেন । তার বক্তব্য মোদী শপথ না নেয়া অব্দি তিনি এই পরিষেবা দিয়ে যাবেন যাত্রীদের । উত্তরাখণ্ডের হল্দওয়ানি বাসিন্দা যমুনা বলেন মোদী এমন একজন প্রধানমন্ত্রী যিনি সমাজের প্রত্যেক স্তরের মানুষের কথা ভাবেন তাই আমার এই সিদ্ধান্ত ।