সদরের প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এক হাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপরে ।এই দিন তিনি
মতুয়াদের নাম না নিয়েই বলেন মোদী বাংলাদেশে গিয়ে এক নির্দিষ্ট সম্প্রদায় কে ভোটে পাশে পেতে চাইছেন । তিনি শনিবার বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর কে পাশে নিয়েই মতুয়াদের মহাতীর্থ ওরকান্দিতে যান । তিনি বাংলাদেশে গিয়ে বাংলাতে বক্তিতা দিয়েছেন এই হেন্ কাজ নির্বাচনী বিধি ভঙ্গের সমান । তিনি এই জন্য মোদির ভিসা বাতিলের কথা বলেন ।