খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আগামী লোকসভা ভোটে মালদা উত্তর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী মৌসুম বেনজির নূরের হয়ে বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন “মৌসুম নূর কংগ্রেস দলের সাথে বিশ্বাস ঘাতকতা করেনি ,ও আমার মত কংগ্রেস ছেড়ে লড়াকু মানুষের সঙ্গে এসেছে । আমিও এক সময় কংগ্রেস করতাম সেই সময় দেখেছি দিনে নেতারা দিনে কংগ্রেস এবং রাতে সিপিএম । সেইজন্য আমি দল ছেড়ে আসি । গতকাল তিনি ইংরেজ বাজারে পদযাত্রা ও করেন “।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...