যশবন্ত সিনহা এবং প্রশান্ত কিশোর তৃণমূলের হয়ে রাজ্য সভাতে যেতে পারেন

পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট মেটার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গেলো তৃণমূলের অন্দরে রাজ্যসভার দুটি শুন্য আসনের বিভিন্ন নাম নিয়ে আলোচনা ।এই মুহূর্তে দীনেশ ত্রিবেদী রাজ্য সভা তে যোগ দেওয়া তে তার শুন্য আসন ও মানস ভূঁইয়া বিধানসভার সদস্য হওয়াতে রাজ্য সভাতে তার শুন্য আসনটি পূরণ করতে হবে তৃণমূল কে । এই অবস্থা তে প্রশান্ত কিশোর ও যশোবন্ত সিনহার নাম নিয়ে আলোচনা চলছে ওই দুটি আসনে ।