যশের দাপটে ত্রস্থ্য পশ্চিমবঙ্গ বাসি

কেদ্রীয় আবহাওয়া দফতরের কর্তা গতকাল আলিপুর হাওয়া দফতর থেকে জানান অতিপ্রবল ঘূর্ণিঝড়ের চেহারা নেবে যশ আগামী কাল রাতের দিক থেকে ।মঙ্গলবার থেকেই উত্তর ওড়িশা থেকে পশ্চিমবাংলার উপকূল ধরে সুন্দর বন অঞ্চল ধরেএর প্রভাব পড়তে শুরু করবে ,ঝড়ের সঙ্গে উপকূলীয় জেলাতে হতে পারে ভারী বৃষ্টিপাত ।তবে এই ঝড় সম্ভবত এই রাজ্যেই আঁচড়ে পড়ার সম্ভাবনা বেশি ।