যানজটে মাছ আসা বন্ধ

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :মাছ ভর্তি ট্রাক আটকে পড়েছে ডালখোলার যানজটে। ফলে মাছ ব্যবসায়ীদের মাথায় হাত। কারণ মাছ পচে যেতে পারে। হাওড়া থেকে রুই কাতলা ইলিশ চিংড়ি পাঠানো হয়েছে। কিন্তু ট্রাকগুলি  এখনো গন্তব্যে পৌঁছায়নি। খারাপ রাস্তার জন্য রোজ যানজট লেগেই আছে। মাছ না আসায় বাজার থেকে সবাই বিরক্ত হয়ে ফিরে  যাচ্ছেন। ক্রেতারা জানান যে তারা চাহিদা মত  মাছ পাচ্ছেন না।