স্পীডব্রেকার ভাঙায় বেলাকোবায় বিপত্তি বাড়িয়েছে। থানা কে জানিয়েও কোন লাভ হয় নি বলে জানায় ব্যবসায়ী সমিতি। বটতলা থেকে কলেজ মোড় এই পাঁচ কিমি রাস্তায় ৯ টি স্পিডব্রেকার পুলিশ প্রশাসন থেকে বসানো হয়েছিল। নিম্নমানের জন্য প্লেট ভেঙে পেরেক বেরিয়ে যাওয়ায় গাড়ির টায়ার নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু প্রশাসন নির্বিকার। বেলাকোবা পুলিশ ফাঁড়ির ওসি জানান অনেক সময় স্থানীয়রাই এগুলি ভেঙে দেন তবে তিনি ওপর মহলে এই বিষয়ে কথা বলবেন
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...