খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : এমএস ধোনি ২০০৮- ২০০৯ সালে আইসিসি ওডিআই প্লেয়ার অফ দি ইয়ার সম্মানে ভূষিত হন ।তিনি একমাত্র খেলোয়াড় যিনি পর পর দুই বছর এই সম্মানে ভূষিত হন । ২০০৭ সালে তিনি রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কারে ভূষিত হন । ২০০৯ সালে তিনি পদ্যশ্রী সম্মানে ভূষিত হন ,এবং পদ্যভূষণ সম্মানে ভূষিত হন ২০১৮ সালে ।তিনি ৮ বার আইসিসি ওয়ার্ল্ড ওডিআই ইলেভেনের সদস্য হন এবং তার মধ্যে ২০০৯,২০১০ এবং ২০১৩ তে বিশ্ব ওডিআই একাদশের ক্যাপ্টেন হিসাবে সম্মানিত হন । ভারতের টেরিটোরিয়াল আর্মি তাকে ১ লা নভ ২০১১ লেফট্যানেন্ট কর্নেল সম্মানে ভূষিত করেছে (সাম্মানিক )।