খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : যোগ গুরু রামদেব জন্মেছিলেন ১৯৬৫ সালে হরিয়ানার মহেন্দ্রগড় জেলাতে । জন্মের সময় তার নাম ছিল রামকিষান যাদব ।তার পিতা মাতা দুইজনেই ছিলেন কৃষি জিবি ।পরবর্তী কালে যোগের শিক্ষা নেন..আর্যসমাজের গুরু কর্মবীরের কাছে এবং তাদের ওপর গুরু ছিলেন আচার্য্য বলদেব জি ।তারপরে তিনি সন্নাস্যে দীক্ষা নেন এবং পূর্বাশ্রমের নাম ত্যাগ করে স্বামী রামদেব হিসাবে পরিচিত হন ।তিনি হরিয়ানার ঝিন্দ জেলা থেকেই যোগ ট্রেনিং শুরু করেন এবং যোগ এবং ভারতীয় বেদ বেদান্ত শাস্ত্রের উপরে পড়াশুনা করেন গুরুকুল কাংড়ি বিশ্ববিদ্যালয় থেকে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...