রবিবার খড়্গপুর বিধানসভা উপনির্বাচনে প্রচার তুঙ্গে তুললো তৃণমূল ও বিজেপি

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : আগামী ২৫ সে  নভেম্বর খড়্গপুর সদর বিধানসভা  উপনির্বাচনে  প্রচারে ঝড় তুললো তৃণমূল  ও বিজেপি । রবিবার  খড়্গপুর  পুরসভার  ৬ নম্বর ওয়ার্ডের অধীনস্থ  ভবানীপুর এলাকাতে প্রচারের ঝড়  তুললেন  বিজেপি প্রার্থী  প্রেমচাঁদ  ঝা । তুলে ধরলেন  খড়্গপুর  পুরসভার  পরিষেবার  নানা খামতির কথা মানুষের কাছে ।অপরদিকে তৃণমূল প্রার্থী  প্রদীপ  সরকার ভোটারদের  সামনে তুলে ধরলেন পুরপরিষেবার সমস্থ্যবিভিন্ন দিক এবং আবেদন জানালেন  তাকে ভোট দেয়ার জন্য ।