রমজানের মাসে ফলের চড়া দাম বিপদে ফেললো ইফতারের থালা কে

খবর  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  : রমজান  মাসে  ইফতারের সময়   বড়ো  থালাতে বিভিন্ন ফলের সঙ্গে সাজানো  হয় কাঁচা  ছোলা ,আদা ,শরবত  এই ফলের  দাম উর্ধমুখী হওয়াতে  তা  কিনতে গিয়ে সমস্যায়  পড়েছেন রোজাদার  রা । হাওড়ার  ফলের  বাজারে  ঘুরে দেখা গেলো ফল  কিনতে আশা  রোজাদারেরা  দিশে  হারা হয়ে যাচ্ছে ফলের দাম শুনে ,শশা  আপেল মোসাম্বি লেবু  বেদানা ,আঙ্গুর ,খেজুর এবং তরমুজ  সবই অগ্নিমূল্য ,তার ফলে এই ফলে বাজারের ভিড় পাতলা ।