খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : এই বছর ১৪ অগাস্ট ২০১৯ বিকেল ৩ টার সময় ভারতীয় পঞ্জিকা অনুযায়ী পূর্ণিমা লাগবে সেই শ্রাবন পূর্ণিমাতেই প্রথমে ঝুলন যাত্রা অনুষ্ঠিত হয় রাধা ও কৃষ্ণের মিলন কে উপলক্ষে করে সারা ভারত জুড়ে ঝুলন যাত্রা অনুষ্ঠিত হৈয়ে থাকে ,এর পরে ১৫ তারিক প্রায় ৩ টা পর্যন্ত পূর্ণিমা থাকবে এবং ১৫ তারিক অনুষ্ঠিত হবে রক্ষা বন্ধন ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...