রাজনৈতিক মদতে অবৈধ নির্মাণ

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :শিলিগুড়ির বিধান মার্কেটে অবৈধ নির্মাণ নতুন কিছু নয় যা বহুদিন ধরেই চলে আসছে।  রাজনৈতিক নেতাদের সহযোগিতা ব্যবসায়ীরা বরাবর পেয়ে থাকেন। তৃণমূল ,সি পি এম , বি জে পি ,কংগ্রেস সকলেরই প্রভাব রয়েছে ব্যবসায়ী মহলে। কোনো দলই ব্যবসায়ীদের চটাতে  চায় না। কারণ ভোট বড়  দায়। এক দল প্রতিবাদ করলে অন্য আরেক দল সমর্থন করে পাশে দাঁড়ায়।.সব দলের মিলিত সিদ্ধান্তে মার্কেটে জায়গা দখল সহ অবৈধ নির্মাণ হয়ে থাকে।