আজ রাজারহাটের জি ২০ ঘোষ্ঠীভুক্ত দেশ গুলির আর্থিক বিষয়ক অন্যতম বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে রাজারহাটের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে ।প্রশাসন সূত্রের খবর রাজ্যের মুখ্যমন্ত্রী আজ এই অধিবেশনে বক্তিতা করার কথা ।উল্লেখ্য জি২০এই ১৮ তম সম্মেলনে পৌরোহিত্য করছে ভারত ।ভারতের আর্থিক উপদেষ্টা জানান জি ২০ তে ৮টি কার্যকরী ঘোষ্ঠী রয়েছে এদেশের সবার মূল উদ্দেশ্যে দেশের সবাই কে আর্থিক পরিষেবার আওতায়আনা ।