রাজারহাটে আর্সেনিক প্লান্ট বিকল হওয়াতে বিপদে পড়েছে শহরবাসী

গরমে আর্সেনিক মুক্ত প্লান্ট গুলো বিকল হয়ে যাওয়াতে পুরো রাজাহারহাট জুড়ে বিকল্প বাড়ছে আর্সেনিক মুক্ত জলের অভাব।রাজারহাটের বিডিও বলেন ,তাদের অধীনে থাকা ৩৫ টি আর্সেনিক পরিশোধন প্লান্টের অধিকাংশই বিকল হয়েছে প্রবল গরমে ।প্রতিটি ট্রিটমেন্ট প্লান্টের অধীনে একাধিক এলাকা রয়েছে ,তার ফলে রাজারহাট বিষ্ণুপুর পঞ্চায়েতে দুটি নলকূপে আর্সেনিক চলে আশা তে মিড্ ডে মিলে সমস্যা হচ্ছে ।