রাজা নবকৃষ্ণ দেবের পুজো

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : শতাব্দী প্রাচীন  এই পুজোটি  উত্তর  কলকাতার  অন্যতম প্রাচীন  বনেদি  বাড়ির পুজো হিসাবে  বিখ্যাত । রাজা  নব  কৃষ্ণদেব  যখন ১৭৫৭ সালে লর্ড  ক্লাইভ  ও অন্যান্য  ব্রিটিশ  অফিসারদের  পুজো দেখানোর জন্য । তার  পর থেকেই এই পুজোর খ্যাতি  চারদিকে  ছড়িয়ে পরে । এই বারের  পুজো ২৬৪ তম  বর্ষে পদার্পন  করলো । এই পুজোতে  সিংহের মূর্তিতে  ঘোড়ার  মুখ বসানো থাকে এটি এই পুজোর অন্যতম বৈশিষ্ট ।