আজকে ডোমজুড়ে রাজীব বন্দ্যোপাধ্যায় রোড শো করার পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী ও তার সহসাথীরা ডোমজুরের চামড়াইলের মন্ডল পাড়াতে একটি হতদরিদ্র পরিবারে ভাত ডাল ,ভাজা সব্জি ও চাটনি সহযোগে অতন্ত্য তৃপ্তির সাথে আহার সারলেন তারা ।এর ফলে স্থানীয় বিজেপি সমর্থক ও কর্মীরা যথেষ্ট চাঙ্গা হলেন এবং সরকারের সব কে সাথ সব কে বিশ্বাস এই শ্লোগান মূল্য পেলো ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...