রাজীব ও অমিত তাদের মধ্যাহ্নভোজন সারলেন হতদরিদ্র পরিবারে

আজকে ডোমজুড়ে রাজীব বন্দ্যোপাধ্যায় রোড শো  করার পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী  ও তার সহসাথীরা  ডোমজুরের চামড়াইলের মন্ডল পাড়াতে  একটি হতদরিদ্র পরিবারে  ভাত ডাল ,ভাজা সব্জি  ও চাটনি সহযোগে অতন্ত্য তৃপ্তির সাথে আহার সারলেন  তারা ।এর ফলে স্থানীয় বিজেপি সমর্থক ও কর্মীরা যথেষ্ট চাঙ্গা হলেন  এবং সরকারের সব কে সাথ সব কে বিশ্বাস এই শ্লোগান  মূল্য পেলো ।