রাজ্য সরকারের আবেদনের ভিত্তিতে ডিএ মামলাটি এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন ।কিন্তু কলকাতা হাই কোর্টের নির্দেশ যথা সময়ে পালন না করা রাজ্যের মুখ্য ও অর্থ সহিব শাস্তির মুখে পড়বেন কিনা ,আজ ,বুধবার উচ্চআদালতের ডিভিশন বেঞ্চেতার শুনানি হওয়ার কথা ।রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের আবেদনের ভিত্তিতে,বিচারপতি ট্যান্ডন ও সামন্তের ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানি হবে আজ ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...