রাজ্যের অষ্টম দফার ভোটে দেখা গিয়েছে সর্বত্র অশান্তির চিহ্ন

গতকাল ভোটের  সময়সীমা শেষ হওয়ার পরেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বলেন  ভোট মিটেছে শান্তিপূর্ণ ভাবেই ।ঠিক উল্টো কথা বলেন এডিজি  (আইনশৃঙ্খলা ) তিনি বলেন প্রতিরোধ মূলক ধারাতে  গতকাল ৮৩৫ জন কে আটক  করা হয়েছে এর মধ্যে  ৩১৬ জন কে আটক করা হয়েছে কলকাতা পুলিশের এলাকাতে ,উদ্ধার হয়েছে ৭৮টি  বোমা ,২১ টি গুলি ও ৫টি অবৈধ অস্ত্র ,সারাদিনে  ১১৭৯ টি অভিযোগ জমা পড়েছে কমিশনে ।